দুর্দান্ত থ্রিলার সিরিজ হতে যাচ্ছে ‘রেড সার্কেল’: সুপ্রিয়

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ার একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রিও। প্রায় প্রতিটা দেশের গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে রিসার্চ করে। আমাদের দেশেও তার অস্তিত্ব পাওয়া যায় ১০ বছর আগে। তার সম্মন্ধে তদন্ত আরও জোরদার করা হয়। সবার মনে একটাই প্রশ্নকে এই রিও? এমনই একটি থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘রেড সার্কেল’। এর কাহিনীকার মিনহাজুল আলম সুপ্রিয়। পাশাপাশি প্রযোজনা করেছেন তিনি। অভিনয়ে আছেন একটি বিশেষ চরিত্রেও। খবর বাংলানিউজের।

মিনহাজুল আলম সুপ্রিয় বলেন, ২০১৯ সালে এসএ টিভির একটি কাজের মাধ্যমে ক্যামেরা সামনে অভিনয় শুরু। এরপর বেশ কয়েকটি কাজ করেছি। এর ধারাবাহিকতায় সবশেষ কাজ ‘রেড সার্কেল’। দুর্দান্ত একটি থ্রিলার গল্পের সিরিজ হতে যাচ্ছে এটি। নিজের চরিত্রের ব্যাপারে খুব একটা তথ্য দিতে চান না এই কাহিনীকার ও প্রযোজকঅভিনেতা। তবে এতটুকু বললেন, আমার চরিত্রটি একটু রহস্যময়। এই রহস্য উন্মোচন হবে সিরিজের একদম শেষ প্রান্তে।

ক্যামেরার সামনে দাঁড়ানোটা সখের বসেএমনই ভাষ্য সুপ্রিয়’র। তিনি জানান, ইতোমধ্যেই বেশ কয়েকটি শর্টফিল্ম নির্মাণ করেছেন তিনি। ক্যামেরার সামনের চেয়ে পেছনে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সেটা কাহিনী লেখা হোক কিংবা নির্মাতা হিসেবে।

নির্মাণে কিংবা প্রযোজনায় ভালো কিছু গল্প নিয়ে তুলে ধরার ইচ্ছে সুপ্রিয়’র। তার ভাষ্য, এমন কিছু গল্প তুলে ধরতে চাই যা নিয়ে আমাদের দেশে তেমন কাজ হয়নি। গতানুগতিক কাজের বাইরে গিয়ে ভালো কিছু দর্শকদের সামনে হাজির করতে চাই। রিও মেলোডিসএর ব্যানারে ‘রেড সার্কেল’ শিগগিরই মুক্তি পাবে বলে জানান সুপ্রিয়। তিনি ছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আইনুন পুতুল, নাফিস আহমেদ, জোজন মাহমুদ, ইভা, মিজু ইনজাম, সিনথিয়া, সাদিয়া জান্নাতিসহ অনেকে। পরিচালনা করেছেন কামরুল জিন্নাহ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে তরুণ অভিনেত্রীর মৃত্যু, দেওয়া হলো না এইচএসসির বাকি পরীক্ষা
পরবর্তী নিবন্ধজওয়ান’র রুদ্ধশ্বাস ট্রেলারে দুর্ধর্ষ শাহরুখ!