চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখা ৬ দাবি উপস্থাপনা করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মহাসড়কে দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি মোজাহিদ হোসাইন সাগর। উত্থাপিত দাবিগুলো হল- যোগাযোগের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা। অদক্ষ চালকদের মাধ্যমে চালিত ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়া। দক্ষিণ চট্টগ্রামে নির্মিত একমাত্র ট্রমা সেন্টার ‘লোহাগাড়া ট্রমা সেন্টার’ দ্রুত চালু করার মাধ্যমে আহতদের চিকিৎসা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করা। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন ও চিকিৎসার খরচ যোগান দেয়া। যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা চালকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত মহাসড়কে লবণবাহী গাড়ি চলাচল বন্ধ করা। পাশাপাশি দীর্ঘ ৫৫ কিলোমিটারের মধ্যে ঝুঁকিপূর্ণ বাঁক সমূহ সংস্কার করা। এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার উপদেষ্টা এম ইব্রাহিম কবির, শ্রীনিবাস দাশ সাগর, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক শরফু সিকদার, সাত্তার সিকদার, সাংগঠনিক সম্পাদক আ ন ম আব্দুল্লাহ বাবলু, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাইছার হামিদ, প্রচার সম্পাদক এম এ এইচ রাব্বী, সাংস্কৃতিক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, মো. নাছির উদ্দিন বাচ্চু, ফাহাদ বিন হাশেম ও কবি মুহাম্মদ সোলাইমান উপস্থিত ছিলেন।












