দুর্ঘটনা এড়াতে পটিয়ায় বিভিন্ন দপ্তরের যৌথ সভা

লবণ পানিতে পিচ্ছিল মহাসড়ক

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় লবণ পানি ও স্যাত স্যাতে মাটির প্রলেপ সরাতে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা রোধে উদ্যোগ নিয়েছে পটিয়া পৌরকর্তৃপক্ষ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে পঞ্চম পক্ষীয় এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পটিয়া পৌরসভা, ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতি, থানা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বিসিক শিল্প নগরীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দুঘর্টনারোধকল্পে লবণের পানি সরাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পদক্ষেপ গুলো হচ্ছে- পানি ছাড়া লবণ আনার ব্যবস্থা করা, লবণের গাড়ি দাঁড়ানোর জন্য ইন্দ্রপুল এলাকায় মহাসড়কের দুপাশে এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা, এ্যাপ্রোচ সড়ক না হওয়া পর্যন্ত লবণের গাড়ি পটিয়া বিসিক শিল্প নগরীর জায়গায় পার্কিং করা, লবণ পরিমাপের জন্য আধুনিক স্কেল ব্যবহার করা। বৈঠকে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, দুর্ঘটনারোধে ও জনগণের জানমাল রক্ষায় পৌরকর্তৃপক্ষ সবসময় সচেষ্ট রয়েছে। মহাসড়কের ইন্দ্রপুলের ঝুঁকিপূর্ণ এলাকাকে ঝুঁকিমুক্ত করতে পৌরসভা সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, লবণ বোঝাই ট্রাক ও পরিবহন মহাসড়কে দাঁড়িয়ে থাকলে লবণ পানিতে সড়ক ঝুঁকিপূর্ণ হবে। এর জন্য লবণ মিল বা পরিবহনকে কয়েক হাজার টাকা জরিমানা করলেই এর সমাধান হবে না। নিজ থেকেই সবার সদিচ্ছা থাকতে হবে। তবে এ সমস্যার সমাধান না হলে প্রশাসন কাউকেই ছাড় দিবে না।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পরিদর্শক এস.এম জিল্লুর রহিম, পৌর কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর শফিকুল আলম, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার, বুলবুল আক্তার, ফেরদৌস বেগম, লবণ মিল মালিক সমিতির সহ-সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সচিব নেজামুল হক। পটিয়া থানার ওসি রেজাউল করিম জানান, সিদ্ধান্ত যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাসযোগ্য পৃথিবীর জন্য চাই স্বাস্থ্যবান্ধব পরিবেশ
পরবর্তী নিবন্ধশাহ্‌ মালেকীয়া যুব কমিটির আলোচনা সভা