দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক লাইট নীরব কিন্তু কার্যকর রক্ষাকবচ। আধুনিক নগরজীবনে সড়ক দুর্ঘটনা একটি নিত্যদিনের উদ্বেগের বিষয়। ব্যস্ত সড়ক, দ্রুতগতির যানবাহন এবং অসচেতন চালক সব মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে ট্রাফিক লাইট সড়ক নিরাপত্তার এক অপরিহার্য অংশ হিসেবে কাজ করে। এটি কোনো পুলিশি বাঁশি বা উচ্চ শব্দ ছাড়াই লাল, হলুদ ও সবুজ আলোর মাধ্যমে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করে শৃঙ্খলা বজায় রাখে। ট্রাফিক লাইটের সবচেয়ে বড় ভূমিকা হলো সড়কের মোড় ও ক্রসিং এলাকায় সংঘর্ষ প্রতিরোধ করা। বিভিন্ন দিক থেকে আসা গাড়িগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচলের সুযোগ পায়, ফলে মুখোমুখি ধাক্কার আশঙ্কা অনেক কমে যায়। লাল সংকেত চালককে থামতে বাধ্য করে, হলুদ সংকেত সতর্ক করে দেয় এবং সবুজ সংকেত নিরাপদে চলার নির্দেশ দেয়। সঠিক স্থানে ট্রাফিক লাইট স্থাপন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সর্বোপরি সবার সচেতন ব্যবহার নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
রনি মুহুরী
শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।












