দুর্ঘটনায় হতাহতদের মাঝে বিআরটিএর ক্ষতিপূরণের চেক বিতরণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিআরটিএ গতকাল সড়ক দুর্ঘটনায় হতাহতদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ নেয়া মাস্টার ইনস্ট্রাক্টরদের মাঝে সনদপত্র বিতরণ করেছে। সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীর জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ উদ্যোগের অংশ হিসেবে মাস্টার ইনস্ট্রাক্টর তৈরির লক্ষ্যে বিআরটিএ দেশের ৫টি ভেন্যুতে ৬০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও মাস্টার ইনস্ট্রাক্টর সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল (রোববার) বিকেলে বিআরটিসি বাস ডিপোতে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ১৯ জন মাস্টার ইনস্ট্রাক্টরকে প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াতআশিক। উপস্থিত ছিলেন বিআরটিসি পরিচালক (কারিগরি) কর্ণেল কাজী আইয়ুব আলী। দুই পর্বের অনুষ্ঠানে সনদপত্র বিতরণকালে সভাপতিত্ব করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ মাসুদ আলম এবং ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত মাস্টার ইনস্ট্রাক্টর তৈরি করা হলে নতুন চালকদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। অপরদিকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৩১টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে দুর্ঘটনায় আহত ৭টি পরিবারের মধ্যে ৫টি পরিবারকে ৩ লক্ষ টাকা করে এবং ২টি পরিবারকে ১ লক্ষ টাকা করে মোট ১৭ লাখ টাকা টাকা প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় নিহত ২৪টি পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া খাগড়াছড়ি জেলায় সংঘটিত ৫টি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মধ্যে দুর্ঘটনায় আহত হওয়া একজনের পরিবারকে ১ লাখ টাকা, নিহত হওয়া ৪টি পরিবারকে ৫ লক্ষ টাকা করে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তা কর্মচারী ছাড়াও পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যার বিচার দাবি
পরবর্তী নিবন্ধবিএসবিওএ দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন