মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদর সুমন ও ফরিদের পরিবারকে নগদ ১ লাখ টাকার চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। উপজেলা চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত সুমন ও ফরিদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণাও দেন।