দুর্ঘটনার পর বাড়তি সতর্কতা

মীরসরাই রেলক্রসিং

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

একটি মর্মান্তিক দুর্ঘটনার পর মীরসরাই রেল ক্রসিংয়ের চিত্র হঠাৎ বদলে গেছে। গেটম্যান সাদ্দাম আটকের পর অপর এক গেটম্যান বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সেখানে। আবার এলাকার কিছু সিএনজি চালক যারা গেট ফেলার পরও সেই গেট খুলে পার হয়ে যেতেন তারাও হয়েছে সচেতন। এলাকাবাসীর ক্ষোভ- এই সচেতনতা আগে এলে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটতো না।
স্থানীয় বাসিন্দা বারৈয়াঢালা বন উদ্যানের সভাপতি সরোয়ার হোসেন বলেন, রেলগেটে দুর্ঘটনার পর এখন মেহরাজ নামের অপর গেটম্যান কাজ করছে। বর্তমানে তিনি ট্রেন আসার পূর্ব থেকে ট্রেন গেট পার হওয়া পর্যন্ত ধৈর্য নিয়ে স্পটে অপেক্ষা করছেন এবং গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। এমন সচেতনতা পূর্ব থেকে থাকলে ১১টি প্রাণ এভাবে হারাতে হতো না। রেল গেটের চা দোকানদার ভোলা মিস্ত্রি বলেন, প্রায়ই দেখা যায় গেট বন্ধ করার পরও কোনো কোনো গাড়ি চালক নিজেরা গেট খোলা নিয়ে গেটম্যানের সঙ্গে বাকবিতণ্ডা এবং ঝগড়ায় লিপ্ত হয়। আশা করি এ দুর্ঘটনার পর সবাই সচেতন হবে। অল্প একটু সময় অপেক্ষা করতে তারা আর অধৈর্য হয়ে উঠবেন না।
এই বিষয়ে বড়তাকিয়া স্টেশনের স্টেশন মাস্টার সামছুদ্দোহা বলেন, দুর্ঘটনা স্থলের খৈয়াছড়া রেল গেটে সবসময় গেটম্যানের তৎপরতা বৃদ্ধিসহ অতিরিক্ত গেটম্যানের প্রস্তাবও পেশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেড় কোটি টাকার স্বর্ণালংকারসহ রোহিঙ্গা মা ছেলে আটক
পরবর্তী নিবন্ধআশঙ্কাজনক হওয়ায় পাভেলকে আইসিইউতে স্থানান্তর