দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারকে বহনকারী গাড়িটি। একটি ট্রাক তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে উপাচার্যের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন উপাচার্য। গতকাল রোববার বিকাল ৩টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্‌ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহনকারী সাদা পাজেরোতে করে শহরে যাচ্ছিলেন। বিকাল ৩টার দিকে বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে পৌঁছাতে একটি বড় ট্রাক তার গাড়িকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে উপাচার্যকে বহনকারী গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান উপাচার্য। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা দেন।

উপাচার্য পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানান চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি বলেন, দুর্ঘটনায় উপাচার্যের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি নষ্ট হয়ে গেছে। একটা ট্রাক উপাচার্যের গাড়িকে ধাক্কা দেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উপাচার্য সুস্থ আছেন। তবে উপাচার্যকে বহনকারী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটা দ্রুত ক্যাম্পাসে ফিরিয়ে আনছি।

পূর্ববর্তী নিবন্ধঅস্থিতিশীলতা ঠেকাতে গ্রেপ্তার অভিযান জোরদার হচ্ছে : আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধবিদেশে চিকিৎসার নামে বছরে যায় ৫ বিলিয়ন ডলার : গভর্নর