সীতাকুণ্ডের সলিমপুরে কর্তব্যরত পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহত ৫ পুলিশ সদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সীতাকুণ্ডের বিশিষ্ট শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহের হাতে অনুদানের টাকা তুলে দেন। গত ২৭ আগস্টের ওই দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছিলেন। তাদের কর্তব্যনিষ্ঠার প্রতি সম্মান জানিয়ে রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে হতাহত পুলিশ সদস্যদের পরিবারের জন্য ৪ লাখ টাকা প্রদান করেন। এর মধ্যে নিহত পুলিশ সদস্যদের প্রতি পরিবারকে এক লাখ এবং আহতদের জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়। নিহত ও আহত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক অভিহিত করেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং লায়ন ইমরানের বড় ছেলে ব্যবসায়ী সারতাজ ইমরান উপস্থিত ছিলেন।
লায়ন মোহাম্মদ ইমরান বলেন, পুলিশ সদস্যরা রোদ ও ঝড়–বৃষ্টি উপেক্ষা করে আমাদের নিরাপত্তা ও আইন–শৃঙ্খলা রক্ষায় জানবাজি রেখে কাজ করে যান। দায়িত্ব পালনরত অবস্থায় তারা মর্মান্তিকভাবে আহত ও নিহত হয়েছেন। তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনার পর সীতাকুণ্ডের একজন সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শের এবং দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক কর্মী হিসেবে আমরা বসে থাকতে পারি না। নিজের তাড়না থেকেই আমি হতাহত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমরা সবাই যদি স্ব স্ব অবস্থান থেকে কাজ করি তাহলে এদেশ আক্ষরিক অর্থেই সোনার বাংলায় পরিণত হবে। অসহায় এবং কম সৌভাগ্যবান মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।