আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই সময় সড়ক দুর্ঘটনায় নানী-নাতি আহত হওয়ার জেরে উত্তেজিত জনতা বাস দু’টিতে আগুন লাগিয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় নাতিকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল নানী। এ সময় ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দু’জন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা ওই বাসসহ অনাবিল পরিবহনের দু’টি বাস আটক করে অগ্নিসংযোগ করে। এছাড়া মহাসড়কে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে।
এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।