দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে সবধরনের সহায়তা দেয়া হবে

পূজা কমিটির সাথে মতবিনিময়ে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়া সামপ্রদায়িক সমপ্রীতির চারণ ভূমি। এখানে সব ধর্মের মানুষ প্রাণের আবেশে নিজ নিজ ধর্মের সব উৎসব পালন করে আসছে। ধর্ম যার যার উৎসব সবার এ একটি কথায় সব সময় বিশ্বাসী পটিয়ার মানুষ। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে সবধরনের সহায়তা দেয়া হবে। যাতে কোনো কুচক্রীমহল পটিয়ার মানুষের হাজার বছরের সমপ্রীতি নষ্ট করতে না পারে। তাই এবারও আমাদের মাঝে সমাগত শারদীয় দুর্গোৎসবে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য র‌্যাব পুলিশসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। তিনি পটিয়ার প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেলে পটিয়া পূজা উদযাপন পরিষদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ এ কথা বলেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ. লীগের সভাপতি আকম সামশুজ্জামান, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, সহ-সভাপতি বিমল মিত্র, জেলা পরিষদের সাবেক সদস্য দেবব্রত দাশ, ঋষি বিশ্বাস, মাস্টার শ্যামল দে, তাপস কুমার দে, জিতেন কান্তি গুহ, দীলিপ ঘোষ দীপু, বিশ্বজিৎ দাশ, নয়ন শর্মা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিভিন্ন জলাশয়ে ৩২৪ কেজি পোনা অবমুক্ত
পরবর্তী নিবন্ধরোটারি বিশ্বব্যাপী মানবতার কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে