দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে ৮ অক্টোবর লংমার্চ

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিন্দু সংগঠন গুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম সচেতন হিন্দু সমাজ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে হিন্দু নেতারা। সংবাদ সম্মেলন থেকে দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবিতে ৮ অক্টোবর গণভবন অভিমুখী লংমাচ সফল করার জন্য সকল সনাতনীদের আহ্বান জানানো হয়। এছাড়া দুর্গাপূজার পঞ্চমীর দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন মেডিকেল কলেজে ফাইনাল এমবিবিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তনেরও দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক রিপম দাশ শেখর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মিশন শর্মা, অজিত শীল, অশোক চক্রবর্তী, বিপ্লব পার্থ, টিটু শীল, রাজেশ চক্রবর্তী, লিংকন তালুকদার, লিটু সূত্রধর, লিফচন দেবনাথ লিপু, অভিরাজ দেবনাথসহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামাল আহমদ
পরবর্তী নিবন্ধবোধনের সকাল বেলার পাখি