যে দেবী সর্বপ্রাণীতে চেতনারূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে বুদ্ধিরূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে নিদ্রারূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে ক্ষুধারূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে ছায়ারূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে শক্তিরূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে তৃষ্ণারূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে ক্ষমারূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে জাতিরূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে লজ্জারূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে শান্তিরূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে শ্রদ্ধারূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে কান্তিরূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে লক্ষ্মীরূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে বৃত্তিরূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে স্মৃতিরূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে দয়ারূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বপ্রাণীতে তুষ্টিরূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে ভ্রান্তিরূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে মাতৃরূপে সংস্থিতা, তাঁহাকে নমস্কার।
দুর্গাদেবীকে সতত প্রণাম। তাঁহাকে নমস্কার, নমস্কার।