কাপ্তাই উপজেলা থেকে প্রায় ১১১ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ে সীমান্তবর্তী কচুতলী টিওবি সংলগ্ন এলাকার পুন্নমনিছড়া পাড়ায় কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির পক্ষ থেকে একটি স্কুলঘর প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে স্কুলটি উদ্বোধন শেষে স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়। উদ্বোধনের পরই স্কুলে শুরু হয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম। শুরুতেই ৪৭ জন শিশু শিক্ষার্থী স্কুলে ভর্তি হয়েছে। ৪১ বিজিবির পক্ষ থেকে ভর্তি হওয়া প্রত্যেক শিশু শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে বই, খাতা, পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া সম্প্রতি সীমান্তবর্তী দুর্গম কচুতলী বিওপি পরিদর্শনে যান। সেই সময় ইউপি চেয়ারম্যান, মেম্বার, কারবারিসহ স্থানীয় জনগণ এই দুর্গম অঞ্চলে শিশুদের লেখাপড়া করার কোনো ব্যবস্থা না থাকায় এখানে একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়কের কাছে অনুরোধ করেন।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী কচুতলী টিওবি সংলগ্ন কজাতলীপাড়া, পুন্নমনিছড়া ও এইডছড়ি পাড়ায় ৫৫টি চাকমা ও তনচংগ্যা পরিবারের বসতি রয়েছে। এইসব পরিবারের প্রায় প্রত্যেক ঘরে শিশু সন্তান রয়েছে। কিন্তু স্কুল না থাকায় শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়দের অনুরোধে সাড়া দিয়ে এবং দুর্গম এলাকায় বসবাস করা জনসাধারণ এবং শিশুদের লেখাপড়ার সুবিধার্থে লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বিজিবির পক্ষ থেকে এখানে একটি স্কুল ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী স্কুলঘর পতিষ্ঠা শেষে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে কচুতলী টিওবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. হাসান জাহিদ গতকাল আনুষ্ঠানিকভাবে স্কুলঘর উদ্বোধন করেন। প্রথম দিনেই স্কুলে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থীরা অ্যাসেমব্লিতে অংশ নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে।
পুন্নমনিছড়ার স্থানীয় কারবারি শান্তিময় চাকমা জানান, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির পক্ষ থেকে এই দুর্গম এলাকায় যে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে আমাদের শিশু সন্তানরাই লেখাপড়া করবে। পিছিয়ে থাকা শিশুদের শিক্ষার সুযোগ হিসেবে পুন্নমনিছড়ায় স্কুল প্রতিষ্ঠা করায় এবং শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ায় পাড়াবাসীর পক্ষ থেকে তিনি বিজিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।