সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে গড়ে তোলা অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব–৭। এ সময় কারখানা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল পাথরিঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৯) ও ইউসুফের ছেলে মো. ইমন (২৪)।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, ছিন্নমূল পাথরিঘোনার দুর্গম পাহাড়ে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের বাগান বাড়িতে অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলা ও সেখানে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি এবং ক্রয়–বিক্রয় হচ্ছে বলে গোপন সংবাদের মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। এ সময় বিষয়টির সত্যতা যাচাইয়ে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে বাগানবাড়ি দোচালা টিনের ঘরে গড়ে তোলা অস্ত্র তৈরির কারখানার সন্ধান খুঁজে পাওয়ার পাশাপাশি সেখান থেকে সদ্য প্রস্তুতকৃত তিনটি লোকাল গান, একটি রাম দা ও অস্ত্র তৈরির ব্যাপক সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘ ৭–৮ বছর ধরে অস্ত্র তৈরির পেশায় জড়িত রয়েছেন। তারা নিজেদের কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরির পর ডাকাত, জলদস্যু, মাদক ব্যবসায়ীসহ নানা ধরনের অপরাধীদের কাছে বিক্রি করতেন। তবে দীর্ঘদিন ধরে তারা এসব পেশায় জড়িত থাকলেও আইন–শৃক্সখলা বাহিনীর নজর এড়াতে কৃষিকাজ করতেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, র্যাবের অভিযানে গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আটটি মামলা রয়েছে। গতকাল বুধবার সকালে র্যাব–৭ বাদি হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। তাদের সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।