চন্দনাইশ থানা পুলিশ অস্ত্রসহ ৩ পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নের শান্তিরহাট নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ধোপাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শান্তিরহাট নামক স্থানে পাহাড়ি সন্ত্রাসীদের অবস্থানের সংবাদ গোপন সূত্রে পেয়ে গত শনিবার রাতে চন্দনাইশ থানার পুলিশদল অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিনটি ধামা, গান পাউডার, রশি ও অন্যান্য সরঞ্জামসহ তিন পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাহাড়ি সন্ত্রাসীরা হলো উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পশ্চিম ধোপাছড়ির রোয়াংছড়ি এলাকার মৃত সত্যবান ত্রিপুরার ছেলে কিলিরাম ত্রিপুরা (৩৬), আলীকদম এলাকার শিগরাং ত্রিপুরার ছেলে যেহেল ত্রিপুরা (৩৪) এবং নন্দমনিপুরা এলাকার নন্দমনিপুরার ছেলে সুভাষ ত্রিপুরা (২২)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গত শনিবার দুপুরে পাহাড়ি সন্ত্রাসীদের সোর্স মো. আনোয়ারকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দোহাজারী পৌরসভার পাহাড়ি জনপদ হাতিয়াখোলা ঘিলাছড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওইদিন রাতেই বিভিন্ন তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের শান্তিরহাট নামক স্থানে অভিযান চালিয়ে একইভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র–শস্ত্রসহ ৩ পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম করে আসছিল। এ ব্যাপারে চন্দনাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাহাড়ি সন্ত্রাসীদের ব্যাপারে অনেক তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।