দুর্গতিনাশিনী মা

সন্তোষ কুমার শীল | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

শিউলি ঝরা শারদ প্রাতে

আগমনীর গানে

উল্লাসে আজ ভরবে ধরা

বিশ্ববাসী জানে।

ঢাকের তালে কাঁসর বাজে

বাঁশির করুণ সুরে

প্রতিবছর পার্বতী মা

আসেন ঘুরে ঘুরে।

আবার তিনি যাবেন চলে

শীতল করে ধরা

সঙ্গে নেবেন এ পৃথিবীর

রোগ বালাই আর জরা।

আমরাতো আজ ডাকছি মাকে

শান্তি বয়ে দিতে

মা যে মায়ার বাঁধন ছেড়ে

যাবেন দশমীতে।

পূর্ববর্তী নিবন্ধমানুষের অসুবিধা সৃষ্টি করে কোনো কর্ম কাম্য নয়
পরবর্তী নিবন্ধশারদীয় ঐতিহ্য ও সমপ্রীতির বন্ধন