দুবার হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করল ফারুকি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

ক্রিকেটে তিন বলে তিনটি উইকেট নেওয়া বেশ কঠিন। এ ধরনের সুযোগ খুব কমই আসে বোলারদের সামনে। তবে গতকাল এ ধরনের সুযোগ দুবার পেয়েছিল আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। উগান্ডা দলের ইনিংসের প্রথম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন ফাজাল হক ফারুকি। টানা তৃতীয় উইকেটের খোঁজে করলেন ইয়র্কার ডেলিভারি। কোনোমতে ঠেকালেন রিয়াজাত আলি শাহ। সেবার আর হলোনা। নতুন স্পেলে ফের দুই বলে ফারুকি নিলেন দুই উইকেট। এবারও হলো না হ্যাটট্রিক। গায়ানায় গতকাল মঙ্গলবার টিটোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে উগান্ডার বিপক্ষে দুই ওভারে দুইবার সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক তুলে নিতে পারেননি ফারুকি। তাতে অবশ্য আক্ষেপ নেই তার। সামনে আরও ভালোভাবে চেষ্টা করার কথাই বললেন তিনি। বিধ্বংসী বোলিংয়ে আফগানিস্তানের বড় জয়ের নাকি বাঁহাতি পেসারই। ৪ ওভারে মাত্র ৯ রানে ৫ উইকেট নিয়ে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিং এটি। সব মিলিয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে আফগানদের দ্বিতীয় সেরা।

উগান্ডার ইনিংসের প্রথম ওভারে রোনাক প্যাটেল ও রজার মুকাসাকে ফেরান ফারুকি। পরে দ্বাদশ ওভারে আবার বোলিংয়ে এসে প্রথম দুই বলে নেন রিয়াজাত আলি শাহ ও ব্রায়ান মাসাবা। এ দফায়ও হ্যাটট্রিক করতে পারেননি। তবে ওভারের শেষ বলে রবিনসন ওবুয়াকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করে ফারুকি বলেন, এর আগেও বেশ কয়েকবার মিস করেছেন হ্যাটট্রিকের সুযোগ। তিনি বলেন এই জয়ে আফগানিস্তানের সকল সমর্থককে অভিনন্দন জানাতে চাই। আমার ক্যারিয়ারে এরই মধ্যে হয়তো ৭৮ বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও করতে পারিনি। এটি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে আরও ভালোভাবে চেষ্টা করব। উগান্ডাকে হারিয়ে যাত্রা শুরু করা আফগানিস্তান আগামী শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধপাবলিক পার্কে অনুশীলন করছে ভারত!