দুবাই থেকে ফেরার পথে সিলেট বিমান বন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি

৫ বছর ছিলেন আত্মগোপনে

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

এক দুইটি বা ডজন ওয়ারেন্ট নয়, প্রতারণাসহ অর্ধশতাধিক ওয়ারেন্ট নিয়ে রুহুল আমিন (৫৫) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে দুবাই থেকে গোপনে দেশে ফেরার পথে সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পটিয়া থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। গ্রেপ্তার রুহুল আমিন পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী পাইরোল গ্রামের আবদুস সালামের পুত্র। বিদেশে পাড়ি জমানোর পূর্বে চট্টগ্রাম নগরের চাক্তাই ফিশারিঘাটে মাছের আড়ত ছিল রুহুল আমিনের। তবে তিনি প্রায় পাঁচ বছর ধরে দুবাইয়ে পালিয়ে ছিলেন। তাঁর বিরুদ্ধে রয়েছে ৫৭টি মামলা। গ্রেপ্তার এড়াতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরছিলেন। এরপরও রক্ষা হয়নি তাঁর। সিলেটে বিমানবন্দর থেকেই পুলিশের হাতে গ্রেপ্তার হন এই আসামি।

আসামি মো. রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ০১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ সর্বমোট ৩২টি ওয়ারেন্ট মুলতবী রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় ১৯ টি সিআর ও ৬ সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে। তাঁর বিরুদ্ধে আরো বিভিন্ন থানায় ওয়ারেন্ট মুলতবী থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানায়। এই বিষয়ে অনুসন্ধান চলছে।

জানা যায়, গত শুক্রবার বিকেলে দেশের উদ্দেশ্যে সিলেট বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে ফিরেন রুহুল আমিন। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে খবরটি দ্রুত পটিয়া থানাকে জানায় এবং শনিবার বিকেলে তাকে পটিয়া থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান জানান, গ্রেপ্তার রুহুল আমিনের বিরুদ্ধে ৫৭টি ওয়ারেন্ট রয়েছে। সে একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে আরো মামলা বা ওয়ারেন্ট থাকতে পারে, এ বিষয়ে তদন্ত চলছে। তার গ্রেপ্তারের খবরে থানায় শতাধিক ফোন এসেছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেঁয়াজের দামে সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধএক বছরে কী করলেন, কতটুকু করলেন মেয়র শাহাদাত