দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

হযরত শাহ আমানত বিমানবন্দরে আমদানি নির্ষিদ্ধ ৩০ লাখ টাকার ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। মন্ড ব্র্যান্ডের এসব সিগারেট দুবাই থেকে নিয়ে আসে চার যাত্রী। গতকাল সোমবার রাতে সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার তারেক মাহমুদ।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের এআইআর শাখার সহযোগিতায় এয়ারপোর্ট ‘এ’ শিফট ১ হাজার ৫১৪ কার্টনে ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করে। দুবাই থেকে আগত ফ্লাইট নম্বরবিএস ৩৪৪ এর চারজন যাত্রীর মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে থেকে ২৩৯ কার্টন, সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন সিগারেট এবং শারজাহ থেকে আগত ফ্লাইট নম্বর জি৯৫২০ থেকে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। সিগারেট আমদানি নীতি আদেশ ২০২২২৫ অনুসারে নিয়ন্ত্রিত পণ্য এবং এর প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লিখা এবং ক্ষতি সংশ্লিষ্ট ছবি থাকার বাধ্যবাধকতা রয়েছে। জব্দকৃত সিগারেটে উক্ত শর্ত প্রতিপালন করা হয়নি। এছাড়া, এটি উচ্চ শুল্ককরযুক্ত পণ্য বিধায় শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ব্যাগেজে বাংলাদেশে আমদানি করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু কাস্টমসের তৎপরতার কারণে এই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। সিগারেটের চালানটি আটকপূর্বক ডিটেনশন মেমো (ডিএম) মূলে কাস্টমস হাউস, চট্টগ্রামের গুদামে জমা করা হয়েছে এবং কাস্টমস আইনের আওতায় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি দ্বীনি সেবায় নিবেদিত একটি কাফেলার নাম
পরবর্তী নিবন্ধ‘আইন পেশা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরু দায়িত্ব’