দুবাইয়ে ফ্রি ভ্যাকসিন দেওয়া শুরু

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এর আগে বিনামূল্যে টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেয় দেশটি। গত মঙ্গলবার দুবাইয়ের সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার দুবাইয়ে করোনার একটি বৃহৎ টিকাদান কর্মসূচি শুরু হবে। এ ক্যাম্পেইনে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহার করা হবে। এটি বিনামূল্যে দেওয়া হবে বলে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইইউর
পরবর্তী নিবন্ধআগামী সপ্তাহেই ভারতে ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের টিকা