দুবাইয়ে ফেয়ারব্রেক টুর্নামেন্টের ফাইনালে জাহানারার দল

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জাহানারা আলমের দল ফ্যালকন উইমেন। গতকাল শনিবার দিবারাত্রির প্রথম সেমিফাইনালে জাহানারারা ২৫ রানে হারিয়েছেন স্পিরিট উইমেনকে। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্যালকন। দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান। স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট। জবাবে স্পিরিট উইমেন শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধান একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন। অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দল
পরবর্তী নিবন্ধবাছাই হকির ফাইনালে বাংলাদেশ