সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিবিসি জানায়, দুবাইয়ের আল–রাস এলাকায় অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে বহু অভিবাসী শ্রমিক ও ব্যবসায়ীর বাস। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঁচ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর বিডিনিউজের।
দুবাই সিভিল ডিফেন্স বলছে, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার স্থানীয় সময় দুপুরে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় অগ্নিনির্বাপণ কর্মীরা। আগুন নেভানোসহ আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু হয়। আল–রাস এলাকাটি নগরীর স্বর্ণ ও মসলার বাজারের কাছে। জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় ও আকর্ষণীয়।