দুবাইয়ের উপশাসক শেখ হামদানের মৃত্যু

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৭:৫১ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও দুবাই আমিরাতের উপশাসক শেখ হামদান বিন রশিদ আল মাকতুম মারা গেছেন। বুধবার দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটারে এ খবর জানিয়েছেন। খবর বিডিনিউজের।
শেখ হামদানের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন। দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদের ভাই তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিশাল মালবাহী জাহাজ আটকে বন্ধ হয়ে গেছে সুয়েজ খাল
পরবর্তী নিবন্ধদুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া