দুবাইয়ের অনুশীলনে থাকছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২১ পূর্বাহ্ণ

আগামী ২২ সেপ্টেম্বর দুবাই যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে আরব আমিরাতের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সে লক্ষ্যে আগামী
বৃহস্পতিবার বিকেলে দুবাই যাবে জাতীয় দল। স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুইটি ম্যাচ ছাড়াও ছয় দিনের অবস্থানকালে আরও দুই-তিনটি প্র্যাকটিস সেশন হবে দুবাইতে। আগামী ২৭ সেপ্টেম্বর আরব আমিরাতের সঙ্গে শেষ ম্যাচ খেলে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে জাতীয় দল। এরপর আবার ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে। দুবাইয়ের এই অনুশীলন ক্যাম্প ও দুই ম্যাচের সিরিজে থাকছেননা দলের অধিনায়ক সাকিব আল হাসান। সে আগেই ছুটি নিয়ে রেখেছে। তাই সে একেবারে নিউজিল্যান্ড সফরে গিয়ে দলের সঙ্গে মিলিত হবে। দুবাই পর্বে দলের সঙ্গে থাকবেন না নির্বাচকদেরও কেউ। এমনিতে নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী হবেন প্রধান নির্বাচক মিনহাজুল অবেদিন নান্নু। তবে তিনি দুবাই যাবেন না। নিউজিল্যান্ডে দলের সঙ্গে যাবেন প্রধান নির্বাচক।

পূর্ববর্তী নিবন্ধইত্যাদির আয়োজন এবার ঝালকাঠিতে
পরবর্তী নিবন্ধআফগানদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ পিছিয়ে গেল