সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোর্শেদুল আলম বাবু নামে ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে দুবাইয়ের জেবেল আলীর একটি ভবনে ইলেকট্রিক ড্রিল মেশিন চালানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাবুর বাড়ি ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায়। তিনি মৃত মোহাম্মদ জমিলের ছেলে।
জানা যায়, খুব ছোট বয়সে বাবার মৃত্যু হলে বাবু নানার বাড়িতে বড় হন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়। জীবিকার তাগিদে তিনি সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।