দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফটিকছড়ির যুবকের মৃত্যু

দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফটিকছড়ির যুবকের মৃত্যু | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১২:৫৭ অপরাহ্ণ

দুবাইয়ে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফটিকছড়ি মো: বাবু নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) সকালে ড্রিল মেশিন চালানোর সময় শর্টসার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত যুবকের নাম মোঃ বাবু। তিনি উপজেলার বাবু নগর এলাকার মৃত মো. জমিললের ছেলে বলে জানা গেছে।

জানা যায়- বাবুর শৈশব কেটেছে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ‍্যম গোপাল ঘাটায় নানার বাড়িতে। তার নানার নাম মো. সোলেয়মান এবং মামার নাম মো. কামাল। গোপাল ঘাটা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নেছারুল হক মেব্বারের বাড়ি তাঁদের পারিবারিক ঠিকানা হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি নিজ বাড়ি বাবুনগরে বসবাস শুরু করেন।

পরিবারের দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পুলিশের এসআই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফিরে পেল মালিকরা