দুবাইয়ে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহের (রা.) বার্ষিক ওরশ

| শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৮:৩৫ অপরাহ্ণ

হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী (রা.), আওলাদে রাসুল (দ.) রহনুমায়ে শরীকত ও তরীকত, মুর্শিদে বরহক, গাউসে জামান, হাদীসে দ্বীন ও মিল্লাত, হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুবাই ইন্টারন্যাশনাল সিটি নাহিদ আল মদিনা রেস্টুরেন্ট হলরুমে এই আয়োজন করা হয়।

গাউছিয়া কমিটি বাংলাদেশ এবং দুবাই ইন্টারন্যাশনাল সিটি আহ্বায়ক কমিটি এ সভার আয়োজন করে। সভায় কমিটির আহ্বায়ক মোহাম্মদ জানে আলম সভাপতিত্ব করেন।

এতে সদস্য সচিব কাজী শওকত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ রবিউল হোসেন চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন হাফেজ সিরাজুল হক আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহা আলম হাফেজ হেলাল উদ্দিন, মৌলানা আলাউদ্দিন আল আজাদ, মৌলানা আলী আকবর মৌলানা সেলিম, হাফেজ রিয়াজ, মোহাম্মদ সুহেল ও মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ এরশাদ, মো. ইছমাইল, মো. আবু ছালেক, মো. হেলাল, মো. এরশাদ, মো. জোনায়েদ, মো. এরশাদ, মো. নাজিম, মো. হেলাল আনোয়ার, মো. খোরশেদ, মো. লোকমান, মো. মাসুদ, মো. শফিক, মো. শাকিল খন্দকার, মো. জমির, মোহাম্মদ ফরমান, মো. ইব্রাহিম, মো. সাগর, মো. তাজউদ্দীন ও মো. নয়ন প্রমুখ।

মিলাদ কিয়াম পরিচালনা করেন আলাউদ্দিন আল আজাদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ সিরাজুল হক। মোনাজাত শেষে প্রায় পাঁচ শতাধিক লোকের মাঝে তবারুক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্র নিয়ে চার ডাকাতসহ গ্রেফতার ১১