দুবাইফেরত দুই যাত্রীর লাগেজে ৪০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:২৮ পূর্বাহ্ণ

দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪০ লাখ টাকারও বেশি বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া অবৈধভাবে আনা মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উক্ত দুই যাত্রীকে আটক করে।
সূত্র জানায়-শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুবাই থেকে আসা মোহাম্মদ ইমরান হোসেন এবং নুর কামাল নামের দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা তাদের আটক করেন।
আটককৃত নুর কামালের বাড়ি আনোয়ারায় এবং ইমরানের বাড়ি ফেনী জেলায়। উদ্ধার করা বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় জব্দ মুদ্রার পরিমাণ ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা ৬৫ পয়সা।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের কর্মকর্তারা জানান, দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে দিনার, রিয়েল, দিরহাম ও কুয়েতি দিনার রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্লাবে বোনের বিয়ে উৎসব পুকুরে ভাইয়ের নিথর দেহ
পরবর্তী নিবন্ধপাওনা টাকা চাওয়ায় হত্যা লাশ গুমের চেষ্টা