এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইতে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ দুবাই পৌঁছেছে জাতীয় দলের বহর। গতকাল সারাদিন বিশ্রামে কাটিয়েছে টাইগাররা। আগে থেকেই শিড়িউলটা তেমনই ছিল। আজ অনুশীলনে নামবে টি টাইগার। যদিও বাংলাদেশ দল এশিয়া কাপের মিশন শুরু করবে আগামী ৩০ আগষ্ট। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে ম্যাচটি। এর আগে আগামী ২৭ আগস্ট মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং শ্রীলংকা। এবারের এশিয়া কাপ হচ্ছে ২০ ওভারের। এবারের এশিয়া কাপের আয়োজক শ্রীলংকা থাকলেও দেশটির রাজনৈতিক অস্থিরতার কারনে শেষ পর্যন্ত এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুবাই এবং শারজায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের ম্যাচ গুলো।
গত মঙ্গলবার বাংলাদেশ দলের পুরো বহর চলে গেলেও যেতে পারেননি পেসার তাসকিন আহমেদ এবং ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় । ভিসা জটিলতায় তাদের যাওয়া হয়নি। আজই হয়তো চলে যাবেন দুজন। হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাড়াই বাংলাদেশ দল দুবাই গেল। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন নতুন নিয়োগ পাওয়া টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম । তিনিও গেছেন দলের সাথে। সাথে গেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ।
এছাড়াও যাবেন দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। জানা গেছে তিনি আজ বৃহস্পতিবার দুবাই যাবেন। গত এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ দল। সে আসরটিও বসেছিল আরব আমিরাতে। যদিও সে আসরটি ছিল ৫০ ওভারের। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের। এবারের এশিয়া কাপের আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে পড়েছে কঠিন গ্রুপে। তবে প্রথম পর্ব উৎরে যেতে চায় টাইগাররা। যদিও দলের অধিনায়ক সাকিব আল হাসান তেমন বড় কোন স্বপ্ন দেখাতে চাননি। তিনি বলেন আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য কি সেটা আমরা জানি। কাজেই সে অনুযায়ী খেলতে চাই। যদিও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স মোটেও সন্তোসজনক নয়। তবে সেখান থেকে বেরিয়ে আসতে চায় টাইগাররা।