দুপুর ২টার মহানগর প্রভাতী চট্টগ্রাম পৌঁছল রাত সাড়ে ৯টায়

কমলাপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ

ঢাকা কমলাপুর রেল স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতির ঘটনায় ঢাকাচট্টগ্রামকক্সবাজারসহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন ৬ থেকে ৭ ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম এসে পৌঁছেছে।

চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর প্রভাতী দুপুর ২টায় চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছার কথা থাকলেও ট্রেনটি রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম এসে পৌঁছেছে। একই ভাবে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম এসে পৌঁছার কথা থাকলেও ট্রেনটি চট্টগ্রাম এসে পৌঁছেছে বিকাল ৫টা ৫০ মিনিটে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।ঢাকা রেল স্টেশন থেকে জানা গেছে, ঢাকা থেকে প্রতিটি ট্রেনকে দীর্ঘ বিলম্বে ছাড়তে হচ্ছে। যেসব যাত্রী বিলম্বিত ট্রেনে যেতে চাননি তাদের টিকিট ফেরত দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। এরপর ঢাকা স্টেশন থেকে সব ট্রেন ছাড়তে বিলম্ব হয়। অন্যদিকে ঢাকায়ও সব ট্রেন বিলম্বে পৌঁছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত