দুধ ছাড়াই ঘি তৈরি

চাক্তাইয়ে অভিযান, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় কোনোরকম দুধের উপাদান ছাড়াই ঘি তৈরির অভিযোগে মো. সাজ্জাদ (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গত বৃহস্পতিবার রাতে বাকলিয়া চাকতাই এলাকায় একটি ভবনের নিচ তলার গোডাউনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ পটিয়া উপজেলার জিরি এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও ঘি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিক্রির উদ্দেশ্যে ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম অয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোনো উপাদান ছাড়াই দীর্ঘদিন ধরে ঘি তৈরির কাজ করে আসছিল মো. সাজ্জাদ।
তার কাছে ছিল না বিএসটিআইয়ের কোনো অনুমোদন। অথচ নিজস্ব কোম্পানির নামে সে এসব ভেজাল ঘি বাজারজাত করেন।

পূর্ববর্তী নিবন্ধরাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া, সকালে তরুণীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপ্রশ্নের মুখে শিক্ষাবোর্ডের ভাবমূর্তি