দুধপুকুরিয়া অভয়ারণ্যে দর্শনার্থীদের ভিড়

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৩:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্তৃক পরিচালিত দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় উল্লেখযোগ্য সংখ্যক বৃদ্ধি পেয়েছে।

দূরদূরান্ত থেকে শিশু, কিশোর, নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অভয়ারণ্যে ঘুরতে আসেন।

এই দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে হরিণ, ময়না, টিয়া, গয়াল, ভাল্লুক, বিভিন্ন প্রজাতির সাপ ইত্যাদি বিভিন্ন প্রকারের জীবজন্তু রয়েছে বলে জানান দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যের কেয়ারটেকার আনোয়ার হোসেন।

এই অভয়ারণ্যে দুর্লভ প্রজাতির কয়েক প্রকার অজগর রয়েছে যা অন্য কোনো অভয়ারণ্যে নেই বলেও জানান তিনি।

এখানে কয়েকটি সুখ পাখি রয়েছে। এই ধরনের সুখ পাখি জাতীয় চিড়িয়াখানায়ও নেই বলে জানান কেয়ারটেকার আনোয়ার হোসেন।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) ছুটির দিনে দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য সরেজমিন পরিদর্শনে দেখা যায় সেখানে পর্যটক হিসেবে বেড়াতে এসেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন, বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা স্কাউটসের সম্পাদক মাহবুব হাসান, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিদর্শ বড়ুয়া সহ আরো অনেককে।

পর্যটকরা জানান, তারা দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যের অনেক সুনাম শুনেছেন। তাই ছুটির দিনে এই অভয়ারণ্যে ঘুরতে এসেছেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা পার্কের পরিচালক মাহমুদ করিম সুমন জানান, প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এই দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে ঘুরতে আসলেও ছুটির দিনে এখানে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।

পূর্ববর্তী নিবন্ধদেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা
পরবর্তী নিবন্ধবান্দরবানে পা‌নি‌তে ডুবে পর্যটক নিখোঁজ