দুদিন পর তরুণীসহ চারজন গ্রেপ্তার

প্রাইভেটকারে ছুরিকাঘাত করে ছিনতাই

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় যুবককে প্রাইভেটকারে তুলে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনার দুদিন পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইমরান হোসেন ইমন প্রকাশ ক্যারেট ইমন (২৩), মো. সজীব (২৩), মো. ইমাম উদ্দিন রিপন (২৪) এবং আফরোজা আক্তার রিতু (২২)

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, মো. সালাউদ্দিন (৩৫) নামে এক যুবকের সঙ্গে ইমোতে আফরোজা আক্তার রিতু নামে ওই তরুণীর পরিচয় হয়। পরিচয়ের সুবাদে দু’জনের মতামতের ভিত্তিতে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে। গত ১৬ মে রাতে আফরোজা আক্তার রিতুর ভাড়া করা একটি করোলা ফিল্টার গাড়িতে করে রওনা দিলে চান্দগাঁও আবাসিকের এব্লকের মুখে চালক মো. ইমাম উদ্দিন রিপনের সহযোগিতায় ইমরান হোসেন ও সজীব জোর করে গাড়িতে ওঠে। গাড়িতে উঠে ভিকটিম সালাউদ্দিনের নাক মুখ চেপে ধরে। এতে তিনি বাঁচাওবাঁচাও করে চিৎকার করলে আসামিরা তার হাতমুখ ধরে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ওসি বলেন, ঘটনার পর ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে তার চাচা থানায় মামলা দায়ের করে। পরে আমরা অভিযান পরিচালনা করে সেই তরুণীসহ চারজনকে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকা উদ্ধারসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে ট্রাক্টরের সাথে সংঘর্ষে বাইক আরোহী নিহত
পরবর্তী নিবন্ধকোতোয়ালী এলাকায় ১৭নারী-পুরুষ গ্রেপ্তার