দুদিনের দুনিয়া স্বার্থ ছাড়া চলে না

রুমি বড়ুয়া | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সম্পর্কের একটা দিক হলো স্বার্থ। সবার জীবনে একটা স্বার্থের দিক লুকিয়ে থাকে। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। শুধু স্বার্থ লাভের জন্য আপন হওয়ার অভিনয় করে। আমরা যতই আপন আপন করিনা কেন দিন শেষে আমার তোমাকে প্রয়োজন আর তোমার আমাকে। আর এটা ভেবে আমরা একেঅপরের পাশে থাকি। বিনা স্বর্থে আপনার পাশে কেউ থাকবে না। যেই মানুষগুলো এতো কষ্ট করে জীবন অতিবাহিত করছে তাদেরও স্বার্থ আছে। স্বার্থের জন্য তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আপনি যতই আপন ভাবেন না কেন যখন আপনি একটা স্বার্থ পূরণ করতে পারবেন না, দিন শেষে তারাই আপনাকে ছেড়ে চলে যাবে। জীবন হলো স্বার্থের ভরপুর। দুদিনের দুনিয়া স্বার্থ ছাড়া চলে না।

পূর্ববর্তী নিবন্ধতেলেসমাতি মশারি
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে