আগামী ২৫ ও ২৬ অক্টোবর (শুক্র ও শনিবার) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় শিশুসাহিত্য উৎসবের প্রস্ততি সভা গত ৩ অক্টোবর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে গল্পকার–সাংবাদিক বিপুল বড়ুয়ার সভাপতিত্বে ও শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফের পরিচালনায় প্রস্তুতি সভায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এতে আলোচনায় অংশ নেন, প্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, সংগীতশিল্পী ইকবাল হায়দার, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, ছড়াশিল্পী জসীম মেহবুব, শিশুসাহিত্যিক কেশব জিপসী, শিশুসাহিত্যিক আজিজ রাহমান, ছড়াশিল্পী মিজানুর রহমান শামীম, শিশুসাহিত্যিক সাংবাদিক অমিত বড়ুয়া, গল্পকার সাংবাদিক ইফতেখার মারুফ, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কবি মর্জিনা আখতার, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি জসিম উদ্দিন খান, শিশুসাহিত্যিক কাসেম আলী রানা, সাংবাদিক ইসমাইল জসীম, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কথাসাহিত্যিক নাসের রহমান, সাংবাদিক আরিফ রায়হান, কবি গল্পকার মোস্তফা হায়দার, অধ্যাপক পিংকু দাশ, শিশুসাহিত্যিক আল জাবিরী, লেখক শরণংকর বড়ুয়া, শিশুসাহিত্যিক বিশ্বজিত বড়ুয়া, আবৃত্তিকার সোমা মুৎসুদ্দী, লেখক কানিজ ফাতেমা লিমা, ছড়াকার গৌতম কানুনগো, লেখক সৈয়দ আহমেদ বাদল, প্রাবন্ধিক তৌফিকুল ইসলাম চৌধুরী, গল্পকার শিপ্রা দাশ, কবি শিরিন আফরোজ, কবি লিপি বড়ুয়া, নিগার সুলতানা, লেখক মিতা পোদ্দার, প্রাবন্ধিক সৌভিক চৌধুরী, শিশুসাহিত্যিক অপু চৌধুরী, কবি আলমগীর হোসাইন, শিশুসাহিত্যিক নান্টু বড়ুয়া, লেখক স্বর্ণা তালুকদার, শিশুসাহিত্যিক প্রদ্যোত কুমার বড়ুয়া, কবি খালেছা খানম, কবি আশফাকুর রহমান বিপ্লব, সাংবাদিক আবদুল হান্নান হীরা, সঞ্চিতা তালুকদার, ইসরাত জাহান, এনামুল হক লিটন, লেখক মাসুদ রানা, এম কামাল উদ্দীন, সংগঠক মো. সাজিদুল হক, চিত্রশিল্পী–ছড়াকার নাটু বিকাশ বড়ুয়া, লেখক কুমুদিনী কলি, লেখক ডি কে বড়ুয়া, কবি ফারহানা ইসলাম রুহী, কবি কুতুবউদ্দিন বখতেয়ার, রূপেন তালুকদার, শিক্ষক লাকি বিশ্বাস, শিক্ষক তাহেরা বেগম, কবি নীলিমা বড়ুয়া, কবি নবারুণ কান্তি বড়ুয়া, গোপাল বিশ্বাস, অধ্যাপক শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, সংগঠক সাহেদুল ইসলাম, লেখক মো. আসিফ ইকবাল প্রমুখ।
সভায় উৎসবের প্রস্তুতির জন্য ১৩টি উপ–পরিষদ গঠন করা হয়। এছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে : দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবে চট্টগ্রামের বাইরে থেকে যেসব লেখক অংশগ্রহণ করতে চান, তাঁদের রেজিস্ট্রেশন ফি লাগবে না। চট্টগ্রামে অবস্থানরত যে কোনো লেখক এ উৎসবে যোগ দিতে পারবেন। ফি জমা না দিতে না পারলেও তাঁদের সুযোগ দেওয়া যাবে, তবে তাঁদের আগ্রহের কথা ১৫ অক্টোবরের মধ্যে জানাতে হবে। শিশু–কিশোরদের জন্য আলাদা একটি পর্ব থাকবে, সেখানে তারা তাদের পরিবেশনা উপহার দিতে পারবে। নাম জমা দিতে হবে ১৫ অক্টোবরের মধ্যে, আয়োজন করা হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা। দেশপ্রেমমূলক যে কোনো কবিতা আবৃত্তি করা যাবে। ফরমের জন্য মূল্য দিতে হবে না। প্রেস বিজ্ঞপ্তি।