দুদক পরিচালক বরখাস্ত

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে অনৈতিক সুবিধা

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে হাসপাতালের চিকিৎসা ব্যয় পরিশোধ না করে ‘অনৈতিক সুবিধা’ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট ব্যক্তি এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে ‘অনৈতিক সুবিধা’ নিয়েছিলেন বলে মীজানুলকে সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে। কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির ৪ সেপ্টেম্বরের সভায় এ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উপস্থাপনের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে গতকাল সোমবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। খবর বিডিনউজের।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মীজানুলের বিরুদ্ধে ‘অনৈতিক সুবিধা’ নেওয়ার অভিযোগ ওঠার পর কমিশনের নির্দেশে গোপন অনুসন্ধান চালানো হয়।

এতে দেখা যায় তিনি ১৭ অগাস্ট ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তিন দিন পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। কিন্তু চিকিৎসা বাবদ বকেয়া দুই লাখ চার হাজার ১৩২ টাকা নিজে পরিশোধ না করে, কমিশনের অনুসন্ধানসংশ্লিষ্ট ব্যক্তি মাহাবুবুল আনামের দেওয়া ‘গ্যারান্টির’ ভিত্তিতে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। এরপর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়ার কথা প্রজ্ঞাপনে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধহল চালু হওয়ার দেড় মাস পরেও ডাইনিং ব্যবস্থা চালু হয়নি চুয়েটের মুক্তিযোদ্ধা হলে
পরবর্তী নিবন্ধদেশে এবার ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা