দুদক কর্মকর্তা শরীফের বিষয়ে দশ আইনজীবীর রিট খারিজ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ২:২৯ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে ১০ আইনজীবীর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ‘উত্থাপিত হয়নি মর্মে’ রিট খারিজ করে দেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী শিশির মনির বলেন, ‘শরীফ উদ্দিন নিজেই আরেকটি রিট করায় আদালত ১০ আইনজীবীর রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।’

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।

মোহাম্মদ শিশির মনির ছাড়া রিটকারী অপর আইনজীবীরা হলেন—রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।

গত ২২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শিশির মনির।

পূর্ববর্তী নিবন্ধদাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড