দুদক কর্মকর্তার পরিচয়ে টাকা চাওয়ার অভিযোগ

থানায় জিডি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৮ পূর্বাহ্ণ

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুদক কর্মকর্তা সুবেল আহমেদ গতকাল নগরীর ডবলমুরিং থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেছেন। এতে বলা হয়, গত ২২ ডিসেম্বর কার্যালয়ে থাকা অবস্থান করা কালীন সময়ে তিনি জানত পারেনএকজন অজ্ঞাত ব্যক্তি তার নাম, ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করেছে। উক্ত প্রোফাইলে একটি মোবাইল নম্বর ও ইমেইল ব্যবহার করা হচ্ছে, যা তার নয়। বলা হয়উক্ত অজ্ঞাত ব্যক্তি নিজেকে দুদক এর উপপরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা চাওয়া হচ্ছে মর্মে তিনি বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে দুদক কর্মকর্তা সুবেল আহমেদ দৈনিক আজাদীকে বলেন, এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমার ছবি ও নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং আমার সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানি করা হচ্ছে। যার কারণে থানায় জিডি করেছি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি
পরবর্তী নিবন্ধস্টেডিয়াম ও সিআরবির ৪ রেস্টুরেন্ট ও খাবার প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫