দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপ–পরিচালক সুবেল আহমেদ পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুদক কর্মকর্তা সুবেল আহমেদ গতকাল নগরীর ডবলমুরিং থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেছেন। এতে বলা হয়, গত ২২ ডিসেম্বর কার্যালয়ে থাকা অবস্থান করা কালীন সময়ে তিনি জানত পারেন– একজন অজ্ঞাত ব্যক্তি তার নাম, ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করেছে। উক্ত প্রোফাইলে একটি মোবাইল নম্বর ও ইমেইল ব্যবহার করা হচ্ছে, যা তার নয়। বলা হয়– উক্ত অজ্ঞাত ব্যক্তি নিজেকে দুদক এর উপ–পরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা চাওয়া হচ্ছে মর্মে তিনি বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে দুদক কর্মকর্তা সুবেল আহমেদ দৈনিক আজাদীকে বলেন, এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমার ছবি ও নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং আমার সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানি করা হচ্ছে। যার কারণে থানায় জিডি করেছি।












