দুদক কর্মকর্তাকে বাসায় গিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তিনি খুলশী থানায় একটি জিডি করেছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলশী থানাধীন ভূঁইয়া গলির বাসায় গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। হুমকি পেয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই কর্মকর্তা। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন চট্টগ্রামে কর্মরত ছিলেন। গত ১৬ জুন তাঁকে পটুয়াখালী বদলি করা হয়। তাঁর জিডির বরাত দিয়ে ওসি খুলশী সন্তোষ চাকমা আজাদীকে বলেন, ‘তিন দিনের ছুটিতে চট্টগ্রামস্থ বাসায় এসেছেন শরীফ উদ্দিন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাসায় আসেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও আরো একজন সহযোগী। আইয়ুব খান চৌধুরী দারোয়ানের উপস্থিতিতে বলেন, শরীফ উদ্দিনের কারণে তাঁর জীবন ধ্বংস হয়েছে। তিনি আইয়ুব খানের বিরুদ্ধে নিউজ করিয়েছেন। দুদকে কীভাবে চাকরি করেন দেখে নেবেন আইয়ুব খান। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তাঁর মতো অনেকের জীবন ধ্বংস করেছেন শরীফ উদ্দিন।’

পূর্ববর্তী নিবন্ধসাইলেক্স টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধফ্লাইওভারে ওজন প্রতিবন্ধকতায় ধাক্কা ট্রাক শ্রমিকের মৃত্যু