দুদকের মামলায় পদ্মা অয়েলের কর্মকর্তা কারাগারে

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ৭:৫৫ অপরাহ্ণ

২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম আদালত।

মঙ্গলবার (৯ জানুয়ারি) মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে আত্মসমর্পণপূর্বক জা‌মিনের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই কর্মকর্তার নাম নাছির উদ্দিন। তিনি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।

মহানগর দায়রা জজ আদালতের পি‌পি আবদুর র‌শিদ দৈ‌নিক আজাদীকে বলেন, তার বিরুদ্ধে ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করেছিল দুদক। আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে টেম্পুর সাথে বাইকের সংঘর্ষ, আহত ৩
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ