নগরীর পোর্ট কানেক্টিং রোড উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গৃহীত প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূইয়া তার জামিন মঞ্জুর করেন। এর আগে সাইফুদ্দিন উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালতসূত্র জানায়, ৭ কোটি ৫৭ লাখ ১ হাজার ৩৪৭ টাকার ক্ষতিসাধন ও জাল–জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গত আগস্টে চার্জশিট দাখিল হয়। এজাহারে নাম না থাকলেও তদন্তে উঠে আসায় চার্জশিটে সাইফুদ্দিনের নাম উল্লেখ করা হয়। আদালতসূত্র আরো জানায়, ত্রুটি রয়েছে উল্লেখ করে আদালত চার্জশিটটি গ্রহণ না করে পুনঃতদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ মে দুদক প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. আনোয়ারুল হক বাদী হয়ে ইউসিবিএলের ৫ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।