চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে অর্থপাচার, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কী পদক্ষেপ নিয়েছে বা আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এর জন্য এক মাসের সময় দিয়ে দুদকের আইনজীবীকে আদালত বলেছে, মঙ্গলবারই যেন এ আদেশ ফ্যাঙ করে চট্টগ্রামে দুদকের আঞ্চলিক কার্যালয়কে জানিয়ে দেয়া হয়। খবর বিডিনিউজের।
ফজলুল্লাহর পুনঃনিয়োগ চ্যালেঞ্জ করে রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ মৌখিক আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইকরাম উদ্দিন খান চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. নওশের আলী মোল্লা।