দুটি মনোনয়ন পত্রের উপর আপত্তি প্রদান

সিজেকেএস নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে রেকর্ড সংখ্যক মনোনয়ন পত্র জমা পড়েছে। গত শনিবার ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। গতকাল ছিল মনোনয়ন পত্রের উপর আপত্তি দাখিলের দিন। আর গতকাল দুটি মনোনয়ন পত্রের উপর আপত্তি পড়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দেওয়া জাফির ইয়াসিন চৌধুরীর মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপত্তি দাখিল করেন রাইজিং স্টার ক্লাব জুনিয়রের প্রতিনিধি নোমান আল মাহমুদ। তিনি তার আপত্তি পত্রে প্রার্থী বিদেশে থাকা তার মনোনয়ন পত্রে প্রদত্ত স্বাক্ষরটি তার নয় বলে দাবি করেছেন। অপরদিকে সহসভাপতি পদপ্রার্থী দিদারুল আলম চৌধুরীর মনোনয়নের উপর আপত্তি দাখিল করেছেন পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিনিধি হারুন অর রিশদ। তিনি উল্লেখ করেন মাদারবাড়ি মুক্ত কন্ঠের তিন প্রতিনিধির নাম ভোটার তালিকায় তোলা যায়নি আদালতের নিষেধাজ্ঞার কারণে। পরবর্তীতে কীভাবে তাদের নাম ভোটার তালিকায় উঠল এবং কীভাবে তারা মনোনয়ন পত্র নিল। নির্বাচনের শিডিউল মোতাবেক আজ দাখিলকৃত আপত্তির উপর শুনানির কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক লন টেনিস টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধবালকে হাটহাজারী, বালিকায় লোহাগাড়া চ্যাম্পিয়ন