আফগানিস্তানের বিপক্ষে কেবলই সিরিজ শেষ হলো। এরই মধ্যে লম্বা ছুটি কাটানোর সুযোগ নেই ক্রিকেটারদের। সামনে আছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। তাই আফগানিস্তান সিরিজের পর আগামী ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। আপাতত দেড় মাসের ছুটিতে আছেন অবসর ভেঙে ফেরা তামিম ইকবাল। তিনি কন্ডিশনিং ক্যাম্পে থাকবেন কিনা নির্ভর করছে মেডিকেল টিমের সিদ্ধান্তের উপর। তেমনটি জানালেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তামিম যেহেতু ইনজুরিতে আছেন, তাই তাকে নিয়ে এখনই কিছু বলতে নারাজ নান্নু। এ বিষয়ে মেডিকেল টিম আমাদের আপডেটটা দিবে। এই মুহূর্তে আমাদের জন্য বলা কঠিন। মেডিকেল টিম যখন আমাদের আপডেট দেবে তখনই আমরা বলতে পারবো। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারীর মতো তরুণরা ভালো করেছেন। তরুণদের এই উঠে আসাকে দলের জন্য ভালো দিক বলে মনে করছেন নান্নু। প্রধান নির্বাচক বলেন, অবশ্যই তরুণ খেলোয়াড়েরা ভালো করা দলের জন্য যথেষ্ট ভালো দিক। আশা করছি এরা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থাকবে। আগামী দুই–তিন বছরের মধ্যে সব ফরম্যাটেই ভালো করবো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আফিফ হোসেনকে ওপেনে পাঠানো হয়। আফিফ ওপেনিংয়ে খারাপ করেননি। লিটন দাসের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন তিনি। আফিফকে কেন ওপরে পাঠানো হয়েছিল তেমন প্রশ্নের জবাবে নান্নু বলেন এটাতো আলোচনা হয় টিম ম্যানেজমেন্টের মধ্যে। কখন কাকে কি করা হবে। আর সে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। খেলোয়াড়দের ফিটনেস, কাকে কখন বিশ্রাম দিতে হবে এই বিষয়গুলোও মাথায় রাখতে হয়। কারন এখন ব্যাক টু ব্যাক অনেক খেলা হচ্ছে। খেলোয়াড়দের ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাটাও মাথায় কাজ করে।