দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, সেগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পড়েছে বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। চার দশকের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন উপস্থিত হওয়ার কয়েক ঘণ্টা পর পরীক্ষামূলক এ উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

সিএনএন জানায়, স্থানীয় সময় গতকাল ভোরে উত্তর কোরিয়ার সুনান থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। দুটো ক্ষেপণাস্ত্রই প্রায় ৫৫০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে পড়ে, জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। উভয় ক্ষেপণাস্ত্রই জাপানের নিবিড় অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাস্তি এড়াতে মার্কিন সেনার উত্তর কোরিয়া পলায়ন
পরবর্তী নিবন্ধ৪৫ বছরে প্রথম