ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকসহ ভারতের কারাগারে বন্দি থাকা ৯০ বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। গত মধ্যরাতের পর তাদেরকে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমার হিরণ পয়েন্টে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তি পাওয়া নাবিক ও জেলেরা আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছাবেন। একই সঙ্গে বাংলাদেশের বাগেরহাট ও পটুয়াখালী কারাগারে আটক থাকা ৯৫ ভারতীয় জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় কোস্ট গার্ডের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে স্ব স্ব দেশের জেলে, নাবিক ও নৌযানগুলো হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে। উল্লেখ্য, গত অক্টোবর–নভেম্বরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় ৬টি ফিশিং ভ্যাসেলে ৯৫ জন ভারতীয় জেলে ও নাবিক বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে আটক হয়। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে বাগেরহাট ও পটুয়াখালী জেলা কারাগারে আটক রাখা হয়েছিল। অপরদিকে গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে এফভি লায়লা–২ ও এফভি মেঘনা–৫ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভ্যাসেলসহ মোট ৭৮ জন নাবিক ও জেলেকে ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগ এনে ভারতীয় কোস্ট গার্ড আটক করে। তাদেরকে উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়। এছাড়া ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। ওই নৌকায় থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদেরকেও অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়।
দুই দেশের উচ্চ পর্যায়ের আলাপ আলোচনার প্রেক্ষিতে ভারতীয় নাবিক ও জেলেদের বাগেরহাট ও পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে ভারতও সেদেশে বন্দি থাকা ৯০ জনকে মুক্তি দেয়। উভয় দেশ বন্দিদের স্ব স্ব দেশের কোস্ট গার্ডের কাছে বুঝিয়ে দেয়।
গতকাল বিকাল ৩টায় ভারতীয় কোস্ট গার্ড ৯০ জন বাংলাদেশি নাবিক ও জেলে এবং দুটি ফিশিং ভ্যাসেল নিয়ে উড়িষ্যা থেকে যাত্রা করে মধ্যরাতের পরে হিরণ পয়েন্টে পৌঁছায়। বাগেরহাট ও পটুয়াখালী থেকে ৯৫ জন ভারতীয় জেলে ও নাবিককে নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড রওনা হয় হিরণ পয়েন্টের উদ্দেশ্যে। একইসাথে বাংলাদেশি দুটি ফিশিং ভ্যাসেল এবং ভারতীয় ছয়টি ট্রলারও উভয় দেশের কোস্ট গার্ড সাথে করে নিয়ে আসে।
গত মধ্যরাতের পর দুই দেশের কোস্ট গার্ড জেলে ও নাবিকসহ ফিশিং ভ্যাসেল এবং ট্রলার হস্তান্তর করে। বাংলাদেশের ৯০ জন জেলে ও নাবিকসহ দুটি ফিশিং ট্রলার আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছাবে। সেখানে নাবিক ও জেলেদের ফিশিং কোম্পানির মালিকের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহজালাল আজাদীকে জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ নিরন্তর চেষ্টা করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশের নাবিক ও জেলেদের মুক্ত করার ব্যবস্থা করে। একইসাথে দুটি ফিশিং ভ্যাসেলও ফিরিয়ে আনা হচ্ছে। এটি সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। মঙ্গলবার সকাল ১০টায় ১৫ নম্বর ঘাটে নাবিক ও জেলেদের বরণ করে নেব।