কবি বিদ্যুৎ কুমার দাশের জীবনস্মৃতি নিয়ে লেখা বই “জ্ঞান শৈল কুঠির।” এই গ্রন্থের পরতে–পরতে ছড়িয়ে আছে, একটি আদর্শ পরিবারের চিরায়ত রূপ। শহীদ মুক্তিযোদ্ধা অশ্বিনী সেন, সম্পর্কে যিনি লেখকের দাদু হন, তাঁর সম্পর্কে বলতে গিয়ে বাংলার ত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও জীবন উৎসর্গের কথা বিশদভাবে আলোকপাত করেছেন। তাঁর লেখায় উঠে এসেছে বৃটিশবিরোধী আন্দোলনের মহান নেতা গান্ধীজীর কথা। ক্ষুদিরাম বসুর কথা, প্রীতিলতার কথা। স্মৃতির মিনারে ঘেরা এই গ্রন্থে লেখক তাঁর মা বাবাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। লেখক মনে করে ম্যাঙ্মি গোর্কির মা যদি জগৎ খ্যাত মা হতে পারেন, তবে লেখকের মা ও লেখকের জন্য স্বর্গ। বলতে গেলে বৈচিত্র্যতায় ঘেরা জ্ঞান শৈল কুঠির গ্রন্থটি। একশত চৌত্রিশ পাতার এই বইটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশন,বইটির মূল্য ৪০০ টাকা।
২০২৫ সালে প্রকাশিত কবিতা গ্রন্থ “রাতগুলো সব মৃত্যু”–এই গ্রন্থে একষট্টিটি কবিতা। প্রতিটি কবিতা জীবনের কথা বলে, মানবতার কথা বলে। বইয়ের “ডুবিয়ে দাও” কবিতায় কবি লিখেছেন–বটবৃক্ষের পাতায়/ খোলা শরীর ঢেকে রেখো-/ এবার শরীরে শরীর/ বাকশিল্পে সাজিও…
ফিলিস্তিনে “ইসরায়েল হত্যা থামাও” কবিতায়–তোর কাছে অনেক শতাব্দীর রং/তোকে পেলে নাচবে আমার মন/গাঁজার সাতদিনের সর্বকনিষ্ঠ / শহীদ নাবিলা নওফিল।
চাররঙা মলাটে ঘেরা কবিতার বইটি। এই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ, বইটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশন, বইটির মূল্য ৩০০ টাকা।
বই দুটি পাঠকের মন জয় করে নিক।











