দুটি জয় নিয়ে দেশে ফিরতে চান অধিনায়ক জামাল ভুইয়া

আজ বাংলাদেশ-ভুটান দ্বিতীয় প্রীতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আজ রোববার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভুটান দল। প্রথম প্রীতি ম্যাচে শেখ মোরসালিনের গোলে ভুটানকে ১০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ফরোয়ার্ড রাকিব হোসেনকে পাবে না বাংলাদেশ। তিনি চোটে আক্রান্ত। তবে চোট গুরুতর নয়, দ্রুতই মাঠে ফিরবেন । এই ঘাটতি পুষিয়ে নিয়েই বাকি ’৫০ শতাংশ’ কাজ শেষ করতে উন্মুখ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য দুই জয় তুলে নিয়ে, পয়েন্ট বাড়িয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। যাতে করে, আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর প্লটে থাকা যায়। প্রথম ম্যাচের জয়ে লক্ষ্য অর্ধেক পূরণ হয়েছে জানিয়ে জামাল বললেন, বাকিটা সারতে পারলেই খুশি হবেন তিনি। ‘ইনশাআল্লাহ আমরা ৩ পয়েন্ট পাব। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। তিনচার জন খেলোয়াড় ওদের ছিল না, তবে মাঠে যারা খেলেছে, তারা অনেক ভালো পারফর্ম করেছে। ওরা খুব প্রেসার দিয়েছে দলের জন্য। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। ইতোমধ্যেই আমরা বলেছি, ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ এখনও বাকি আছে। আগামীকাল (আজ) দলের জন্য এটা ফাইনাল। প্রথম ম্যাচ জিতেছি, আমরা আরও ৩ পয়েন্ট চাই; এটা বাংলাদেশ পেলে আমরা সবাই খুশি থাকব।’ চোট পাওয়া রাকিবকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন। এই ফরোয়ার্ড দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদ জানালেন তিনি। ‘প্রথম ম্যাচে খেলার একটা মুহূর্তে ওদের একজন খেলোয়াড়ের ট্যাকলে রাকিব অ্যাঙ্কেলে চোট পেয়েছে। গতকাল তার অ্যাঙ্কেলে এঙরে করানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে চোট এত ব্যাপক নয় যে, তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি, খুব দ্রুতই সে দলে ফিরবে।’ রাকিবকে ছাড়া শনিবার শেষ সময়ের প্রস্তুতি সেরে নিয়েছে দল। পাঁচ জনের ব্যাকলাইন নিয়ে খেলা ভুটানের কৌশল কাঁটাছেড়া করে জামালমিতুলফাহিমদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন হাসান আল মামুন। ‘আজকের ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচের জন্য ফোকাস রাখা, আপনারা জানেন যে, ইতোমধ্যে একটা ম্যাচ খেলেছি, ওদের সম্পর্কে আমাদের অনেকটা জানা হয়েছে। ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, অতীতে আমরা আসলে তাদের এই ফরমেশনে দেখিনি। অতীতে হয়তো, ১ বা ৪১ এই ফরমেশনে খেলেছে, এবার তারা ব্যাকলাইনে পাঁচ জন নিয়ে খেলেছে অনেক সময়। এটা একেবারেই ভিন্ন ছিল। এই দিকগুলো নিয়ে কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, টিম মিটিংয়ে, অনুশীলনে কীভাবে আমরা প্রেসিংয়ে যাব, কীভাবে ব্লক করব, আক্রমণে যাব, তাদের যে দুর্বল দিক আছে, সেগুলো আমরা কীভাবে কাজে লাগাব, মূলত এগুলো নিয়ে কাজ হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচার ম্যাচ পরে রদ্রিগোর গোলে ব্রাজিলের স্বস্তির জয়
পরবর্তী নিবন্ধসাকিব ইংল্যান্ড থেকে ভারতে দলের সাথে যোগ দেবেন জানালেন ফাহিম