নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট ফিনলে স্কয়ার শপিংমলের সামনে থেকে আবিদ ইসলাম রনি (১৯) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ছোরা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবিদ লক্ষ্মীপুরের কমলনগর আনোয়ার সর্দার বাড়ির মৃত সেলিমের ছেলে। সে চকবাজার শুক্কুর কলোনিতে ভাড়া বাসায় থাকত।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আবিদ ইসলাম রনি একজন পেশাদার ছিনতাইকারী। সে ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বিভিন্ন সময়ে পথচারীদের পথ রোধ করে ছোরা দেখিয়ে সব কিছু ছিনিয়ে নিত। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।